সোনারগাঁওয়ে নৌ পুলিশ ফাঁড়ির সামনে দূর্ধর্ষ চুরি
আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে নৌ পুলিশ ফাঁড়ির অফিসের সামনে মাছের আড়তে দূর্ধর্ষ চুরি।
গত রোববার মধ্য রাতে উপজেলার বৈদ্যোর বাজার এলাকার নৌ পুলিশ ফাড়ির অফিসের সামনে এ ঘটনা ঘটে।
চুরির ঘটনায় ঐ আড়ৎ মালিক মাহাবুব আলম গতকাল সোমবার সকালে বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানাযায়,গত রোববার রাতে বিদেশে রপ্তানী করার জন্য প্রায় ১৫০ কেজি চিংড়িসহ অন্যান্য মাছ প্যাকেটজাত করে আড়তে রেখে গেলে ভোরে মাহবুব আলমের ব্যবসায়িক পাটনার মিলন মিয়া আড়তে গিয়ে দেখেন-তালা ভাঙ্গে সব চুরি হয়ে গেছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, চুরির ব্যাপারে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন