সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদীতে সন্ত্রাসীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, বারদীতে সন্ত্রাসী কর্মকান্ড দিনের পর দিন বেড়েই চলছে। বর্তমানে এলাকার জনসাধারণ নিরাপত্তাহীনভাবে জীবন যাপন করতেছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি শাসন না থাকায় তারা বেপড়োয়া হয়ে উঠেছে। তারা মাদক সেবন, মাদক বিক্রি,চুরি,ডাকাতি, ছিনতাই রাহাজানি, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বীর দর্পণে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছেনা বারদী লোকনাথ ব্রক্ষচারীর দর্শনার্থীদের অনেকে বর্তমানে বারদী এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে বলে জানান এলাকাবাসী। এলাকাবাসী আরো জানায়, যদিও বিগত কয়েক বছর যাবত বারদী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শীতিল ছিলো কিন্তু বর্তমানে আবারো পূর্বের ন্যায় সন্ত্রাসীরা সক্রিয় হয়ে উঠেছে। সন্ধ্যা ঘনিয়ে আসলেই শুরু হয় তাদের অপকর্মের স্বর্গরাজ্য। তাদের ভয়ে কেউ মুখ খুলে কিছু বলতে সাহস পায়না বলেও জানান এলাকাবাসী। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন