রূপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইমাম হোসন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এ সদস্যরা। শনিবার রাতে কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমাম হোসেন চট্রগ্রাম জেলার ভুজপুর থানার দাঁতমারা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, শনিবার রাাতে কাঞ্চন এলাকায় র্যাবের একটি টহল দল রাস্তায় টহল দিচ্ছিলো। র্যাব গোপন সংবাদে জানতে পারে কুড়িল বিশ্বরোড মাদক কারবারিরা একটি মিনি ট্রাকযোগে মাদক পাচার করছিলো। ট্রাকটি কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ এলাকায় পৌঁছালে র্যাবের টহল দল ট্রাকটির গতিরোধ করে। ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা ও গাঁজাবহনকারী ট্রাক ফেনী ড- ১১-০৩৭৪ জব্দসহ মাদক ব্যবসায়ী ইমাম হোসনকে গ্রেফতার করে। এ ব্যপারে র্যাবের নায়েব সুবেদার ডিএডিসৈয়দ শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন