সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকের মৃত্যু
আজকের সংবাদ ডেক্সঃ- ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মনসুর আলী (৬০) নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।
রোববার(২০ ফেব্রুয়ারি)সকালে মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনসুর আলী সোনারগাঁও উপজেলার আষাড়িয়ারচর এলাকার মৃত মোঃ আলীর ছেলে।
দুর্ঘটনার বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান জানান, মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে একটি অটোরিক্সা নিয়ে মনসুর আলী নামের এক ব্যক্তি উল্টোপথে আসার সময় অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন