বন্দরে মামলার ২০দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

বন্দরে মামলার ২০দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ


বন্দরে মামলার ২০দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ


পাভেলঃ- নারায়ণগঞ্জের বন্দরে মদনগঞ্জ লক্ষ্যারচর এলাকায় মাদক সম্রাট ক্যাপ রোমান বাহিনীর হামলার ঘটনায় মামলা হলেও ২০ দিনেও অভিযুক্ত আসামীদের গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। এ নিয়ে হামলায় আহত গুরুতর বাতেন সহ স্বজনদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।


গত ২৮ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় লক্ষ্যারচর এলাকায় কবির মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায় মাদক সম্রাট ক্যাপ রোমানের নেতৃত্বে  তানভীর,বাদশা,সাকিব, সাব্বির ছোট, টুটুল, রকিবুল, শিপলু,, হৃদয়,  শিমুল, জাকির নাদিম, জামান সহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ। হামলায় গুরুতর আহত বাতেন মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কবির মিয়া বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছে।


গুরুতর আহত স্বজনদের অভিযোগ, মাদক সম্রাট ক্যাপ রোমান সহ তার বাহিনী এলাকায় প্রকাশ্যে ঘুরলেও রহস্যজনক কারণে গ্রেফতার করছে পুলিশ।


মামলার তদন্তকারী কর্মকর্তা মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই মোহসীন মিয়া জানান, মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক রয়েছে। গতকাল রাতেও আসামীদের গ্রেফতার করতে অভিযান চালিয়েছি। আশা করি দ্রুত আসামীদের গ্রেফতার করতে পারবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭