আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভায় বাংলাদেশ যুব মহিলা লীগের শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩রা ফেব্রুয়ারী) বিকেলে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরার অনুমতিক্রমে ও সোনারগাঁ উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আলেয়া আক্তার, ১নং যুগ্ম আহ্বায়ক বিনু আক্তার ও ২নং যুগ্ম আহ্বায়ক সুচনা আক্তারের স্বাক্ষরিত সোনারগাঁও পৌরসভা যুব মহিলা লীগের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুমোদন দেয়া হয়।
পৌর যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফেরদৌসী রোকসানাকে ৩ বছর মেয়াদী করে আগামী ৭ দিনের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়।
এসময় সোনারগাঁ উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আলেয়া আক্তার সোনারগাঁ পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে আলোচনা করে যোগ্য এবং আওয়ামী পরিবারের নারী সদস্যদের নিয়ে এই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন