আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ রূপগঞ্জে জন্মদাতা পিতা তারই ১৩ বছরের কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষিতা ওই কিশোরীর অভিযোগের ভিক্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে লম্পট পিতা আল আমিন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গোটা এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
রূপগঞ্জ থানার ওসি(তদন্ত)হুমায়ুন কবির মোল্লা স্থানীয়দের বরাত দিয়ে জানান,কিশোরীকে গত কয়েক মাস ধরে তার জন্মদাতা পিতা ধর্ষণ করে আসছে। ধর্ষণের বিষয়ে কিশোরী তার মাকে জানালে তার মা বিষয়টি এড়িয়ে যান। উল্টো তার মা তাকে ভয় দেখাতো বলে জানা যায়,এদিকে গত শুক্রবার কিশোরীর পিতা তাকে পুণরায় ধর্ষণ করেন। কিশোরী ভয়ের বাঁধ ভেঙ্গে গত মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয় এক জনকে জানায়।
ঐ ব্যাক্তি ৯৯৯ নাম্বরে ফোন দিয়ে ঘটনাটি জানালে দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লম্পট পিতা আল আমিন মিয়াকে গ্রেফতার করে। ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন