প্রধানমন্ত্রী আমার মা,আমাকে ক্ষমা করবেন-লায়ন বাবুল চেয়ারম্যান - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

প্রধানমন্ত্রী আমার মা,আমাকে ক্ষমা করবেন-লায়ন বাবুল চেয়ারম্যান


প্রধানমন্ত্রী আমার মা,আমাকে ক্ষমা করবেন-লায়ন বাবুল চেয়ারম্যান 



সোনারগাঁও প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বেঁফাস মন্তব্যের ক্ষমা চেয়েছেন।


শুক্রবার(১৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় সোনারগাঁ চৌরাস্তাস্থ স্কাইলার্ক রুফটফ রেষ্টুরেন্ট এন্ড ক্যাফেতে এক সংবাদ সম্মেলন করে ক্ষমা চান।



লিখিত সংবাদ সম্মেলনে লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন,গত ১২ ফেব্রুয়ারী রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে মানবতার মা,গনতন্ত্রের মানসকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসাবধানতার বশত ভুলক্রমে একটি ক্রুটি পূর্ন ভাষা মুখ ফুসকে বেড়িয়ে আসে।আমি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর বক্তব্য রাখতে গিয়ে ভাষাগত ক্রুটি হয়ে পড়ে।এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।প্রধানমন্রী আমার মা আমি তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই।এছাড়াও আমার বক্তব্যে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের প্রতিটি নেতা কর্মী যাহারা আমার এই ভাষাগত ক্রুটির জন্য ব্যথিত হয়েছেন।আমি সকলের নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।ভবিষ্যতে আমি অত্যন্ত সাবধানতার সহিত যেকোন ধরনের বক্তব্য বিবৃতি প্রদান করিব এবং দলীয় নীতি ও আর্দশ পরিপন্থী কোন বক্তব্য প্রদান হতে বিরত থাকিব।

লায়ন বাবুল আরো বলেন,অসাবধানতা বশত ক্রুটিপূর্ন ভাষার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে আমাকে আগামী দিনগুলিতে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে থেকে প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে নিজেকে সম্পৃক্ত রাখতে পারি এধরণের সুযোগ দেয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 


উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারী বারদীতে একটি ওয়াজ মাহফিলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বারদীতে এলে আমাকে জানিয়ে আসতে হবে উল্লেখ করেন।সামাজিক যোগাযোগ মাধ্যম,অনলাইন নিউজ পোর্টাল,স্থানীয় দৈনিক পত্রিকা গুলোতে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।আওয়ামী লীগ হতে সাময়িক বহিস্কার করা হয়।এরই আলোকে লায়ন বাবুল প্রধানমন্ত্রীর নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭