সোনারগাঁওয়ে দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশের মৃত্যু - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

সোনারগাঁওয়ে দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশের মৃত্যু


সোনারগাঁওয়ে দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশের মৃত্যু 


সোনারগাঁ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকচাপায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। 


বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আফাজ উদ্দিনের (৪৫) টাঙ্গাইল সদর উপজেলার চরখিদি গ্রামেট মজনু মিয়া ছেলে।তিনি সোনারগাঁও তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। 


দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় আফাজ উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।



এবিষয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আফজাল হোসেন জানান, রাতে এশিয়ান হাইওয়েতে দায়িত্বরত থাকা অবস্থায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক আফাজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে তার দুই পায়ের উপর দিয়েই ট্রাকের চাকা উঠে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরোও জানান, ঘাতক ট্রাকটি ঘটনার পরপরই পালিয়ে গেছে, শনাক্তের চেষ্টা অব্যাহত আছে, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭