সোনারগাঁওয়ে এক এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যা
সোনারগাঁও প্রতিনিধি:-নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণের শিকার হয়ে এসএসসি এক পরিক্ষার্থী চিরকুট লিখে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
সোমবার(২৮শে ফেব্রুয়ারী) সকালে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকার বাসিন্দা।
সে স্থানীয় কাইকারটেক উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষার্থী ছিলো। নিহতের স্বজনরা জানায় একই গ্রামের আবুল কালামের ছেলে লম্পট ইমন দীর্ঘ ৩ বছর যাবত বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থী সঙ্গে অবৈধ দৈহিক সম্পর্ক স্থাপন করে। এ ব্যাপারে শিক্ষার্থী বাবা, মা ও পরিবারের লোকজন লম্পট ইমনকে বিয়ের চাপ সৃষ্টি করলে সে বিয়ে করবে না বলে জানায়। এতে ওই শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে লম্পট ইমনকে দায়ী করে ৪ পাতায় একটি চিরকুট লিখে বিষ পান করে নিজ বাড়িতেই আত্মহত্যা করে।
এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমন ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পলাতক রয়েছে।
এ ঘটনায় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন