নিজস্ব প্রতিবেদকঃ-মহান ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
রোববার (১৩ই ফেব্রুয়ারী) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
সভায় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, যারা ফুল দিতে আসবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। গাধাগাধি করা যাবে না। হুরোহুড়ি করে কার আগে কে ফুল দেবেন এমন কিছু করা যাবে না। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একজন ফুল দিলে আরেকজন আসবে। দিবসটি যাতে সকলে পালন করতে পারেন সে বিষয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সকলের প্রতি অনুরোধ করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, র্যাব-১১ এর অধিনায়ক তানভীর পাশা, জিপি মেরিনা বেগম,সদর,বন্দর,রুপগঞ্জ,আড়াইহাজারের উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন