মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতাল্লুক চৌধুরীবাড়ি এলাকায় পরকীয়া সম্পর্কের জের ধরে বিষ খাইয়ে এক বছর তিন মাস বয়সের ছেলে সন্তান সাফাত সালমান নূরকে হত্যার অভিযোগে ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষ্টি আক্তার (২২) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটির পিতা শাহদাৎ হোসেন বাদী হয়ে মাতা বৃষ্টি আক্তারকে আসামি করে গতকাল বৃহস্পতিবার রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, ২০১৮ সালে নরসিংদী জেলার মাধবদী থানার বৈলাইন গ্রামের নবাব হোসেনের ছেলে শাহদাৎ হোসেনের সঙ্গে বৃষ্টি আক্তারের বিয়ে হয়। একপর্যায়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে বৃষ্টি আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়ে। গত ৬ জানুয়ারি স্বামীর বাড়ি থেকে পালিয়ে বৃষ্টি আক্তার তার সন্তান সাফাত সালমান নূরকে সঙ্গে নিয়ে পিতার বাড়ি চলে আসেন। গত ২ ফেব্রæয়ারি সাফাত সালমান নূরকে বিষ খাইয়ে হত্যা করা হয়। সন্দেহের পরেও স্বাভাবিক মৃত্যু ভেবে শিশুর লাশ কবর দেওয়াা হয়। পরে গত ৮ ফেব্রæয়ারি শোকাহত শাহদাৎ হোসেন তার শ্বশুর বাড়িতে আসেন। একপর্যায়ে স্ত্রী বৃষ্টি আক্তারের মোবাইলের ক্ষুদে বার্তায় অজ্ঞাত যুবকের সঙ্গে বৃষ্টি আক্তারের আপত্তিজনক ছবি ও তার সন্তান সাফাত সালমান নূরের হত্যার পরিকল্পনা, হত্যার ঘটনা ও হত্যার বর্ণনা তিনি দেখতে পান। এঘটনায় শাহদাৎ হোসেনের প্রশ্নের উপযুক্ত জবাব দিতে না পারায় সন্তান হত্যার জন্য বৃষ্টি আক্তারকে দায়ী করে রূপগঞ্জ হত্যা মামলা দায়ের করা হয়।
এব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, শিশু সাফাত সালমান নূরকে হত্যার ঘটনায় তার পিতা শাহদাৎ হোসেন বাদী হয়ে মাতা বৃষ্টি আক্তারকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বৃষ্টি আক্তারকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদলতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন