বন্দরে পশ্চিম হাজীপুরে পানিতে ডুবে জুবাইল নামে এক শিশুর করুন মৃত্যু! - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৭ মার্চ, ২০২২

বন্দরে পশ্চিম হাজীপুরে পানিতে ডুবে জুবাইল নামে এক শিশুর করুন মৃত্যু!


বন্দরে পশ্চিম হাজীপুরে পানিতে ডুবে জুবাইল নামে এক শিশুর করুন মৃত্যু! 


বন্দর প্রতিনিধিঃ- বন্দর পশ্চিম হাজীপুরে পানিতে ডুবে জুবাইল (৮) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে,, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!  ৭ মার্চ সোমবার দুপুরএর পরে কোন এক সময় পশ্চিম হাজীপুর বাগে জান্নাত 

জামে মসজিদ এর সিঁড়ি ঘাটলায় গোসল করার জন্য জুবাইল ঐ পুকুর নামে ! বিকাল ৪টায় পরে ঐ মসজিদের মোয়াজ্জিন দেখতে পায়, মানুয়ের মত কি যেন একটা বাসছে, পানিতে ,সামনে গিয়ে দেখার পরে তিনি মসজিদের মাইকে ঘোষনা করলে ,এলাকা বাসী এসে তাকে পানি থেকে উদ্ধার করে মসজিদের রাখে ,পরে তার মা এসে লাশ নিয়ে যায়!  


তার পিতা আবুল কাসেম জানার , আমার একটি মাএ সন্তান  আল্লাহ এই ভাবে নিয়ে যাবে আমি ভাবতে পারছি না সকালবেলা আমার সাথে বসে নাস্তা করেছে, দুপুর এর পরে আমি সুনি আমার ছেলেটি মরে গেছে ! ও মা জানান, আমি কারে নিয়ে থাকমু ,কি নিয়ে বাচঁমু? গত তিন মাস আগে আমার একমাত্র ছেলে টাকে নিয়ে ঢাকা জুরাইন থেকে আমি এই বাড়ীতে ভাড়া এসেছি ,আল্লাহ আমাকে এটা কি কল্ল,,,পরে বাদ এসা তার জানাজা নামাজ শেষে সোনাকান্দা কবর স্থানে দাফন করা হয়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭