পল্লবীর চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন
আজকের সংবাদ ডেক্সঃ-রাজধানীর মিরপুর পল্লবী থানাধীন সেকশন-১১ এর মিল্লাত ক্যাম্পের কুখ্যাত মাদক ব্যবসায়ী পৃথিবী, ভূবন, ডলার, পারভেজ, সীমা, সায়মা, মোস্তাক, সাম্মী, মাশালী, দুলারাগণের কবল হইতে মিল্লাত ক্যাম্পেকে মাদক মুক্ত করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাবেশ করেন।
১৩ মার্চ ২০২২ (রবিবার) সকাল ১১.০০ ঘটিকার সময় পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্পের বসবাসকারী সাধারণ নাগরিক সমাজের উদ্যেগে মিরপুর পল্লবীর কুখ্যাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মিল্লাত ক্যাম্পসহ পল্লবীকে মাদক মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বাংলাদেশ বিহারী পূর্ন ভাসন সংসদ (বিবিআরএ মিল্লাত ক্যাম্প শাখা) এর সভাপতি জনাব শেখ আলী ইমাম পাপ্পু বলেন, মিল্লাত ক্যাম্প একটি অত্যন্ত ঘনবসতি পূর্ণ আবাসিক এলাকা।
উক্ত ক্যাম্পে আমরা নিম্ন আয়ের মানুষ বসবাস করি। দীর্ঘদিন ধরে মাদকের কড়াল থাবা আমাদের উপর জেকে বসে ছিল। সাম্প্রতিক সময়ে মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযানের ফলে অধিকাংশ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে মাদকসহ গ্রেফতার হয়ে কারাগারে আছে।
অনেকে পুলিশী অভিযানের ভয়ে এলাকা ছেড়ে গা ঢাকা দিলেও ইদাংনিং লক্ষ্য করা যাচ্ছে যে, মিল্লাত ক্যাম্পের কুখ্যাত মাদক ব্যবসায়ী পৃথিবী, ভূবন, ডলার, মানো, পারভেজ, সীমা, সায়মা, মোস্তাক, সাম্মী, মাশালী, দুলারাসহ তাদের সহযোগীদের নিয়ে বিভিন্ন কৌশলে তাদের মাদক ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।
আমরা তাদের এহেনো কাজে বাধা দিতে গেলে মাদক ব্যবসার অবৈধ টাকার জোরে বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানীসহ , আত্মগোপনে থাকা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের মাধ্যমে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।
মাদক ব্যবসায়ীদের এহেনো অপ তৎপরতার কারনে পরিবার পরিজন নিয়ে ক্যাম্পে বসবাস করা দূর্ভিসহ হয়ে পড়েছে। মাদকের ভয়াল থাবা হইতে আমাদের ভবিষ্যৎ প্রজামকে রক্ষার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ঠ সকলের সদয় সহযোগীতা কামনা করছি।
উক্ত সমাবেশে উপস্থিত সকলে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের হাত হইতে মিল্লাত সহ পল্লবীর সকল ক্যাম্পকে রক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাদক মুক্ত সুখী সমৃদ্ধ সমাজ বিনির্মানে সহযোগীতা কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন