সোনারগাঁওয়ে এলাকাবাসীর সহায়তায় দুই ডাকাত আটক - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

সোনারগাঁওয়ে এলাকাবাসীর সহায়তায় দুই ডাকাত আটক


সোনারগাঁওয়ে এলাকাবাসীর সহায়তায় দুই ডাকাত আটক


সোনারগাঁও প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতি কালে ২ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। 


বৃহস্পতিবার(৩রা মার্চ) উপজেলার নানাখী গ্রামের মাওলানা শফিক ও সাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রশিদ মোল্লার ভাই আব্দুল হাই এর বাড়ীতে এ ঘটনা ঘটে। 


আটকৃত ডাকাত জাকির হোসেন (৩০) কাঁচপুর ইউপির সুখের টেক এলাকার আমান উল্লাহর ছেলে  ও কালাম(৩১) আড়াইহাজার থানার নোয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তবে তাদের পরিবারের দাবী তারা পেশায় মুদি দোকানদার।


জানা যায়,বৃহস্পতিবার ভোরে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করতে মহড়া দিচ্ছিল। বাড়িতে প্রবেশের চেষ্টাকালে বাড়ির সদস্যদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে। এসময় গণপিটুনি দেয়া হয় তাদের।


এর আগেও গত শুক্রবার একই গ্রামের আব্দুলার বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দলের মহড়ায় এলাকাবাসী আতংকের মধ্যে ও নিরাপত্তাহীনতায় দিন পার করছেন।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন,আটকৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭