সোনারগাঁওয়ে বিপুল পরিমান ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ র্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে বিপুল পরিমান ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বুধবার(৯ই মার্চ)উপজেলার সনমান্দী ইউনিয়নের উত্তমদি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার উত্তমদি গ্রামের মৃত কমর আলীর ছেলে মোঃ জসিম উদ্দিন (৫০), একই থানা ও গ্রামের মৃত মোখলেছ উদ্দিনের ছেলে মোঃ সাঈদ (৩০), ছোট শিলমান্দী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মনছুর আহমদ (৫২),ও মোঃ মেরাজ (৩৪),হাবিবপুর গ্রামের মোঃ রিয়াজুল ইসলামের ছেলে।
এসময় তাদের কাছ থেকে এক হাজার পাঁচশত তিন বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন