সোনারগাঁ থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ৪ মার্চ, ২০২২

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার


সোনারগাঁ থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার


আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ডাকাত গ্রেফতার। 


বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ ও পিরোজপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।


এ ঘটনায় ডাকাতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে ডাকতদের আদালতে প্রেরণ করেন।


সোনারগাঁ থানার এসআই মোঃসিরাজুল ইসলাম বলেন,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের স্যার এর নির্দেশে ও আমার নেতৃত্বে এস আই মাসুদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করি এ সময় বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে হাবিবুর রহমান হাবিব,মনিরুল ইসলাম মুন্না, সোহেল,মোঃআক্তার,প্রদীপ,সুজন,নুরুল হক ও আলী আজগর নামে ৮ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তাদের থেকে সুইচ গিয়ার রামদা,ছোরা,লোহার রড, টর্চ লাইট,মুখোশ,মোবাইল ও হাতুড়ি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ(ওসি)হাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এসময় ডাকাতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭