নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
আজকের সংবাদ ডেক্সঃ-জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ই মার্চ) আজ সকালে সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরের চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নেতাকর্মী নিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।
এর আগে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে স্বেচ্ছাসেবক লীগের সাথে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিলের আয়োজন করেন।