সোনারগাঁও প্রতিনিধিঃনারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় র্যাব-৩ এর অভিযানে ৪শ ৫৫ টি মোবাইল ফোনসহ ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার।
গত বৃহস্পতিবার রাতে এক অভিযানে তাদেরকে আটক করা হয়।এসময় তাদের নিকট থেকে ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলোঃ- মুন্সিগঞ্জের লৌহজংয় থানার বনগ্রাম এলাকার মোঃজাহাঙ্গীর,কুষ্টিয়ার দৌলতপুর থানার মথুরাপুর এলাকার মোঃসাজু মন্ডল, শরীয়তপুরের নড়িয়া থানার চাকদহর এলাকার মোঃ জাকির হোসেন,চাঁদপুর সদর থানার গুলিশা এলাকার মোঃরাসেল মিঠু ও চাঁদপুর মতলব থানার মান্দারতলা এলাকার মোক্তার হোসেন।
শুক্রবার দুপুরে র্যাব-৩’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-৩’র সহকারী পুলিশ সুপার মোঃ খায়রুল কবীর জানান,এই ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে নিরীহ পথচারী, রিক্সা আরোহী এবং বাসস্ট্যান্ডে আগত যাত্রীদের নিকট থেকে মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। আটকৃতরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন