সোনারগাঁয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ৩০ মার্চ, ২০২২

সোনারগাঁয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু


সোনারগাঁয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 


সোনারগাঁ প্রতিনিধি:-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের একটি বিদ্যালয়ের পুকুরে ডুবে প্রাণ গেল হৃদয় (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের। প্রায় ৩ ঘন্টা পর তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি টিম। 


গত মঙ্গলবার দুপুরে উপজেলার কাঁচপুর ওমর আলী স্কুলের পুকুরে এ ঘটনা ঘটে। 


নিহত হৃদয় নোয়াখালী জেলার রামগঞ্জের মোবারকের ছেলে ও কাঁচপুর উত্তর পাড়া রাসেল এর বাড়ির ভাড়াটিয়া। সে চিটাগংরোডে একটি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল। 


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হৃদয় বন্ধুদের সাথে খেলা শেষে গোসল করতে নেমে নিখোঁজ হন পরে বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে রাত ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরীর দল এসে প্রায় ৩ ঘন্টা খোঁজাখুজি করে রাত ১টার দিকে লাশ তার উদ্ধার করে।


এই বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আব্দুল্লাহ আল আরেফিন বলেন,গতকাল রাত সাড়ে ৯ টায় খবর দিলে একদল ডুবুরিকে ঘটনা স্থলে পাঠানো হয়। প্রায় ৩ ঘন্টা খোঁজাখুজির পর লাশ উদ্ধার করা হয়। লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭