সোনারগাঁও প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঐতিহাসিক আনন্দ বাজার হাটের রাস্তা দখল করে জোর পূর্বক দোকান তৈরীর অভিযোগ উঠেছে বৈদ্যের বাজার ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নবী হোসেনের ছোট ভাই নজরুল ইসলাম রিফাতের বিরুদ্ধে।
গত শুক্রবার রাতে উপজেলার আনন্দ বাজার হাটে জোর পূর্বক রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান নির্মাণ করা হয়।
স্থানীয় এলাকাবাসী সুত্রে সরকারি জায়গায় প্যানেল চেয়ারম্যানের জোর দেখিয়ে তার ছোট ভাই নজরুল ইসলাম রিফাত কাউকে তোয়াক্কা না করে রাতের আধারে নাইট গার্ডদের হুমকি দিয়ে ৩০/ ৩৫জন লোক নিয়ে জোর পূর্বক আনন্দ বাজারের গলির রাস্তা বন্ধ করে দোকান তৈরী করে দখলে নেয়।
এসময় নাইট গার্ড ও স্থানীয় দোকানদার বাঁধা দিলে তাদের হুমকি প্রদান করে। এসময় সে ও তার সাঙ্গ-পাঙ্গরা ঘর তৈরী করে চলে যায়,গত কয়েক দিন ধরে উচ্ছেদ অভিযানের পর থেকেই চলছে আনন্দ বাজারে দোকান দখলের পায়তারা।
এবিষয়ে নজরুল এর সাথে তার ব্যবহৃত ০১৯৪৯০০৯৩০৫ মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম মুস্তাফা মুন্না বলেন,এবিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন