সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পাভেলঃ-সিদ্ধিরগঞ্জে ১৭.৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের ৭শ’ টাকা ও মাদক সরবারহের কাছে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদপুর জেলার মতলব থানার মজলিসপুর গ্রামের রুস্তম আলী সিকদারের ছেলে মো. সজিব হোসেন (২৪), ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পবনকুল এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মো. মোমেন (৪৫)। শুক্রবার (৪ মার্চ) চিটাগাং রোডস্থ এলাকায় চেকপোষ্ট বসিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-১১’র একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক হয়ে প্রাইভেট কার যোগে ওই মাদক দ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলো। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন