জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রসহ বসতবাড়িতে হামলা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ এক বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ মার্চ) সকাল ১১ টায় জালকুড়ির তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার (১৯ মার্চ) দুপুরে ভুক্তভোগী মোঃ বিল্লাল হোসেন তিন জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে মোঃ বিল্লাল হোসেন উল্লেখ করেন, তার মায়ের মামা মোঃ হামিদ শেখের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। হামিদ শেখের হুকুমে মোঃ আফজাল এবং মোঃ কবির দেশীয় অস্ত্র দিয়ে তাদের বাড়িতে হামলা করে এবং বাসা থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন,এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন