রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রুস্তম এর দাফন সম্পন্ন
আজকের সংবাদ ডেক্সঃ-রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃরুস্তমকে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ই মার্চ) বেলা ১১টার দিকে জামপুর ইউনিয়নের মুন্দিরপুর মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মোঃরুস্তমকে গার্ড অব অনার দেওয়া হয়।
সোনারগাঁও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
সহকারী কমিশনার(ভুমি) গোলাম মুস্তাফা মুন্না রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বীর মুক্তিযোদ্ধারাসহ গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে বীর মুক্তিযুদ্ধা রুস্তম এর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
পরে মুন্দিরপুরগ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাতে বার্ধক্যজনিত কারণে মোঃরুস্তম নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন