সোনারগাঁয়ের একাধিক মামলার আসামী জিহাদকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা
সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাচঁপুর বিসিক এলাকা থেকে জিহাদ(২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
নিহত জিহাদ কাচঁপর উত্তরপাড়া এলাকার সবজি বিক্রেতা নাহিদ মিয়ার ছেলে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান,সোমবার ভোর ৪টার দিকে কাচঁপুর বিসিক এলাকায় জিহাদ নামের এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়।পরবর্তীতে লাশ উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে এসে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে। তার বিরুদ্ধে মাদক,ডাকাতি,ছিনতাই ও হেফাজতের মামলাসহ একাধিক মামলা রয়েছে।নিহত জিহাদের মাথায়,হাতে,পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাতের চিহ্ন রেয়েছে।এলাকাবাসী ধারণা করছে হয়তো মাদক,ডাকাতি বা ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনায় জিহাদকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন