র্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জে ৩ চাঁদাবাজ গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-র্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতা বাজার এলাকায় ফুটপাতের অস্থায়ী দোকানসমূহে অবৈধভাবে চাঁদাবাজিকালে ৩ চাঁদাবাজ গ্রেফতার।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে রূপগঞ্জ থানার ভুলতা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ-শরিয়তপুর জেলার নড়িয়া থানার চকদা গ্রামের আব্দুল মালেকের ছেলে দেলোয়ার হোসেন (৪২),লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার উদনপাড়া গ্রামের হৃদয় হোসেন (২৪), ও নরসিংদীর মাধবদী থানার পুলাইট গ্রামের মৃত আলী আহম্মদ,মোঃ জহিরুল ইসলাম (২২)।এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১০,৫৫০/- টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন