কৃষকদের ডেমো প্লটের প্যাকেজ সহায়তা করলেন জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থা
জাহানারা আক্তারঃ-জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে কৃষকদের মাঝে ডেমো প্লটের জন্য কৃষকদের সহায়তা প্যাকেজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে গুচ্ছ গ্রাম,সবুজবাগ ও রগুনারচর গ্রামে ১০ জন কৃষককে( প্রঞ্জা ইউকের অর্থায়নে)স্যার, বীজ, নেটশেড,ডিজিটাল Ph মিটার, সেলেনিটি মিটার বিতরণ করা হয়।
জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি এবং পদ্ধতির উপর কৃষক মাঠ স্কুলসহ কৃষকরা কিভাবে সহজ পদ্ধতি সবজী চাষ করা যায় এ বিষয়ে এক আলোচনা করা হয়।
এসময় সোনারগাঁ উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিয়াদ হাসান,সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা আক্তার,বারদী ইউনিয়ন প্রঞ্জা ইউকে বাংলাদেশ প্রোগ্রাম অফিসার গোলাম মোরশেদ,ইউপি মেম্বার ওসমান, সংস্থার সুপারভাইজার মেহেদী হাসান এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন