বিএনপির আমলে বাসায় হারিকেন লাগতো,তারা উন্নয়নের নামে দুর্নীতি করেছে-- পাপ্পা গাজী
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জ্যেষ্ঠপুত্র ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, খাল হচ্ছে একটা এলাকার প্রাণ। সেখান দিয়ে পানি নিষ্কাশন হয়। আমরা এখন খালকে ডাস্টবিন বানিয়ে ফেলছি। তারাব পৌরসভার মেয়র, কাউন্সিলর আপনাদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। মেয়র নির্বাচনের আগে যে ওয়াদা দিয়েছিলাম তা বাস্তবায়ন হচ্ছে। তারাব বদলে যাচ্ছে।
বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, বিএনপির আমলে বাসায় হারিকেন লাগতো। তারা উন্নয়নের নামে দুর্নীতি করেছে। জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে এখন বাসায় হারিকেন লাগে না। তিনি জনগণকে বিদ্যুতের আলো দিয়েছেন। এখন লোডশেডিং নেই বললেই চলে। প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ সরকার উন্নয়ন করেছে। নিজেদের টাকায় পদ্মা সেতু হয়েছে। শিল্পকারখান হচ্ছে। মানুষ কর্মসংস্থান পাচ্ছে। মানুষ খাবারে কষ্ট করবে সেটা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনেও হতে দেবে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় তারাব পৌরসভার ৬ নং ওয়ার্ডে সোনার বাংলা নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রীপুত্র বলেন, বাস্তবতা আমরা দেখেও দেখি না, শুনেও শুনি না, বুঝিয়াও বুঝি না। বিএনপির এক নেতাকে জিজ্ঞাসা করলাম আপনারা কার অধীনে নির্বাচন করবেন? আপনাদের নেতৃত্ব দেবে কে? আপনাদের এক নেতা কথা কইতে পারে না। তার জেল হয়েছে। আরেকজন পলাতক আসামি। সে বিদেশে পালিয়ে রয়েছে। এসব ব্যাপারে বিএনপি নেতারা এখন কথা কয় না।
পাপ্পা গাজী বলেন, ভালো কাজের বিরোধীতা করে বিভিন্ন দল। আমরা বিএনপিকে মোকাবেলা করি। দলের মধ্যে যারা মীরজাফর আছে তাদেরকে মোকাবেলা করি। তারপর উন্নয়ন কাজ করি। অনেকে আছে খালি বদনাম করে। তারা কয় গাজী সাহেবকে আনছিলাম, গাজী সাহেব এখন মানুষের মনের মধ্যে ডুকে গেছে। মন্ত্রী হয়ে উনি রূপগঞ্জেই বেশি থাকে।
তারাব পৌরবাসীর উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের ভোটের ঋণ শোধ করার চেষ্টা করছি। আপনারা আমাদের অনেক সম্মান করেছেন।
এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, তারাব পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন, কাউন্সিলর রাসেল শিকদার, কাউন্সিলর জাকারিয়া মোল্লা, মাহফুজা আক্তার, স্বপন মোল্লা, মামুন মোল্লা, এমি ভূঁইয়া,লায়লা পারভীনসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে ৯ নং ওয়ার্ডে স্বাধীনতা দিবস উপলক্ষে হাছিনা গাজী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় যোগদান করেন বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন