সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার-১, গাঁজা উদ্ধার
পাভেলঃ-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১র অভিযানে গাঁজাসহ হানিফ নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
শুক্রবার পহেলা এপ্রিল বিকালে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কুমিল্লা থেকে আগত ঢাকাগামী ০১টি প্রাইভেটকার তল্লাশী করে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ মোঃ হানিফ (৪২) নামে ১মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ হানিফ নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন পরিকোট এলাকার মৃত নুরুল হক এর ছেলে। সে মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন