সোনারগাঁয়ে অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণে এমপি খোকা
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এর নিজস্ব অর্থায়নে তিন হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৫ এপ্রিল)সকালে উপজেলার শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাদের মাঝে এই ঈদসামগ্রী তুলে দেন।
সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির নেতা কর্মীসহ সকল ইউপি সদস্য গন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল শাড়ি,লুঙ্গি, থ্রিপিস,চিনি,দুধ ও ময়দা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন