জাপার বহিষ্কৃত নেতা রফিকুল ইসলাম বিডিআর বিএনপিতে
সোনারগাঁ প্রতিনিধিঃ-সদ্য জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা রফিকুল ইসলাম বিডিআরের বিএনপিতে যোগদান।
গতকাল শুক্রবার বিকালে মেঘনা শিল্পনগরী এলাকায় এক জনসভায় গিয়ে তিনি মির্জা ফখরুল ইসলামের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
রফিকুল ইসলাম বিডিআরের যোগদান নিয়ে সোনারগাঁয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে,
গত বুধবার রফিকুল ইসলাম বিডিআরকে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
এই অব্যাহতি দেয়া কুলকিনার না পেয়ে অবশেষে বিএনপিতে যোগদান করেন তিনি। জাপার একাধিক সূত্রে জানা যায় রফিকুল ইসলাম বিডিআর সুযোগ সুবিধা বাদি তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিস্তর অভিযোগ আর এ অভিযোগেই জাতীয় পার্টি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।
বিএনপির স্থানীয় নেতারা তাকে নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছেন তিনি আবার কবে পল্টি দিয়ে জাতীয় পার্টিতে চলে যান তাই নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তারা, তারা বলেন ডিগবাজীতে যে রফিকুল ইসলাম বিডিআর পারর্দশী এ আর বুজার বাকি নেই আমাদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন