সিদ্ধিরগঞ্জে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার
পাভেলঃ-নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পুত্রবধু (১৮)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর কামাল হোসেন খন্দকার (৫০)নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
এর আগে পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে ৯ এপ্রিল (শনিবার) রাত ১২টায় তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাদী কামাল হোসেন খন্দকার প্রায়ই তার পুত্রবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিবাদীর প্রস্তাবে রাজি না থাকায় বিবাদী তাকে প্রায়ই ভয়ভীতি প্রদর্শন করত। গত ২৪ মার্চ বিকেল ৪টায় বিবাদীর ছেলে ও ভুক্তভোগীর স্বামীকে দোকান হতে কয়েল আনার জন্য পাঠিয়ে বিবাদী ভিক্টিমকে তার সাথে শারীরিক মেলামেশা করতে বলে।
এসময় ভিক্টিম রাজি না হওয়ায় তাকে জড়িয়ে ধরে পরে ভিক্টিমের ডাক-চিৎকারে বাসার অন্য সদস্যরা চলে আসলে বিবাদী ভুক্তভোগীকে ছেড়ে দেয়।
এ ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল গতকাল শনিবার রাতে শ্বশুর কামাল হোসেন খন্দকারকে আটক করে। রোববার দুপুরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় অভিযুক্ত শ্বশুর কামাল হোসেন খন্দকার ওরফে গ্যাস কামালকে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত লম্পট কামাল হোসেন খন্দকার ওরফে গ্যাস কামাল সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের কর্মী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন