সোনারগাঁয়ের মাদক কারবারি মাসুদ সিদ্ধিরগঞ্জে র্যাবের হাতে গ্রেফতার
তাঈন আহম্মেদ রাতুলঃ-নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে র্যাব-১১র অভিযানে ২৪০ বোতল ফেনসিডিলসহ মাসুদ(২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার(১০ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৪০ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাসুদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার মোঃ আশরাফ আলীর ছেলে।
র্যাব-১১র প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মাদক পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে অভিনব কায়দায় পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন