সোনারগাঁয়ে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু
আজকের সংবাদ ডেক্সঃ -পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে স্বল্প আয়ের এক কোটি পরিবারের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
বুধবার(৬ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, জৈনপুর বালুর মাঠ ও মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের কথা চিন্তা করেই বিপুলসংখ্যক পরিবারকে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের আওতায় এনেছেন। নির্ধারিত কার্ড দেখিয়ে টিসিবির পণ্য পেয়ে খুশি হয়ে বাড়ি ফেরে স্বল্প আয়ের মানুষ।
এসময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন