সোনারগাঁয়ে র্যাব-১১র অভিযানে ১১কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে র্যাব-১১র অভিযানে ১১কেজি গাঁজাসহ নাজমুল হাসান (২১) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি নাজমুল হাসান নারায়ণগঞ্জের বন্দর থানার কেওঢালা এলাকার মৃত ইব্রাহীম মৃধার ছেলে। সে মাদক পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন