সোনারগাঁয়ে র্যাব-১১র অভিযানে মনির নামে এক চাঁদাবাজ গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাব-১১র অভিযানে ফুটপাতে অবৈধভাবে চাঁদাবাজিকালে মনির হোসেন (৪৫)নামে এক চাঁদাবাজ গ্রেফতার।
গতকাল শুক্রবার বিকালে উপজেলার কাঁচপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চাঁদাবাজ মনির হোসেন ফুটপাতের অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শণ করে চাঁদাবাজি করাকালে তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ১৩,০০০/- টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ মনির হোসেন কাঁচপুর রায়েরটেক এলাকার মৃত আব্দুল আজীজের ছেলে। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১০০/- থেকে ২০০/- টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন