ফতুল্লায় ট্রাক চাপায় যুবক নিহত
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-ফতুল্লা চাঁদমারি এলাকায় ট্রাকের চাপায় জাহিদ ওরফে পঁচা (২২) না উভয়মক এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২ এপ্রিল) রাতে ফতুল্লা থানার চাঁদমারীস্থ আর্মি মার্কেটের বিপরীতে শেকসন বাড়ীর মাঠে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। নিহত জাহিদ ওরফে পচা চাঁদমারীর জাহাঙ্গীরের পুত্র।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী জানান,আর্মি মার্কেটের বিপরীতে শেকশন বাড়ীর মাঠ বলে পরিচিত জায়গায় বালু দিয়ে ভরাটের কাজ চলছিলো।
রাত এগারোটার আটককৃত ট্রাকটির চালক বালু ফেলে পেছনের দিকে আসার সময় ট্রাকের পেছনে দাড়িয়ে থাকা জাহিদ ওরফে পেচাকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই জাহিদ ওরফে পচার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেলেও তাকে ধরতে চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন