সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মহজমপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসেনর সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বৃহস্পতিবার দুপুরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথি এমপি খোকা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষায় শিক্ষক ও ছাত্রছাত্রীদের কথা ভাবেন বলেই তোমরা আজ এক সাথে দুটি নতুন স্কুল ভবন পেয়েছো, তিনি বলেন স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। মানুষের মত মানুষ হতে হবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভুইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান।
মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজউদ্দিন মিয়ার সঞ্চালনায় ও স্কুল কমিটির ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন,নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক,সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু,উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য মাহবুবর রহমান লিটনসহ শিক্ষার্থী,অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন