ডিবি পুলিশের অভিযানে বিয়ারসহ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ রাজু নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার ২৯ এপ্রিল রাতে ফতুল্লা থানাধীন লামাপাড়া এলাকা থেকে ১২০ ক্যান বিয়ারসহ রাজুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রাজু(২৫) পূর্ব লামাপাড়া এলাকার পিতা- মৃত আশোক আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস দলটি এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রেখেছেন।
এ সংক্রান্তে ফতুল্লা থানার মামলা নং- ৮৯, তারিখ- ৩০/৪/২০২২ রুজু করা হয়েছে। নারায়ণগঞ্জকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন