নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মেম্বার পদপ্রার্থী সেলিমের বিরুদ্ধে
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একই ব্যক্তি ফুটবল ও আপেল মার্কায় পোস্টার ছাপিয়ে টাঙাতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায় উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী গাজী সেলিম এই দুই মার্কার পোস্টার সাটান।এতে করে
ভোটারদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়।
আগামী ১৫ই জুন অষ্টম ধাপের ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে সারাদেশের ন্যায় সোনারগাঁয়েও নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে শুক্রবার সোনারগাঁ উপজেলার মোগরাপারা ইউনিয়নে প্রতীক বরাদ্দের পর প্রচার প্রচারণা চালাতে দেখা গেছে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের।
অথচ মেম্বার পদপ্রার্থী গাজী সেলিম একবার ফুটবল ও আরেক বার আপেল মার্কার পোস্টার সাটিয়ে অন্য প্রার্থীদের বিঘ্ন সৃষ্টি করছে।
এদিকে তার দুই রকম পোস্টার ছাপানোয় প্রশাসন নির্বাচন রিটার্নিং অফিসারের দৃষ্টি কামনা করে বাতিল ও শাস্তি দাবি করেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে মেম্বার পদপ্রার্থী সেলিমের কাছে যোগাযোগের চেষ্টা করলেও তার দেখা মেলেনি।
এ বিষয়ে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ইউসুফ রহমান জানান এক প্রার্থীর দুই মার্কা হতেই পারে না, তবে এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি তাকে ডেকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন