সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট
সোনারগাঁ প্রতিনিধিঃ-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় শুরু হচ্ছে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে ও সোনারগাঁ ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোনারগাঁ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুনামেন্ট অনুষ্টিত হবে।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় উদ্ধোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধনী ঘোষণা করবেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের আহ্বায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও রাজনৈতিক ব্যক্তি বর্গ।
টুনামেন্টে সোনারগাঁয়ে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদ অংশ গ্রহন করবে।
তিনটি গ্রুপে খেলা অনুষ্টিত হবে, উদ্বোধনী খেলায় পিরোজপুর ইউনিয়ন বনাম বারদী ইউনিয়ন খেলবে ।
ইতিমধ্যে সোনারগাঁ উপজেলা প্রশাসন টুর্নামেন্টের সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন