সোনারগাঁয়ে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি পত্নী ডালিয়া লিয়াকত
জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগ ও প্রজ্ঞার অর্থায়নে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন জুয়েলারী ওপার্লা এর সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১২ মে) বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক টেকপাড়া,রগুনারচর, সবুজবাগ ও গুচ্চগ্রামের হতদরিদ্র ৩৭ জন হতদরিদ্রদের মাঝে এ সরঞ্জামাদী বিতরণ করা হয়।
এসময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সরঞ্জামাদী হতদরিদ্রদের হাতে তুলে দেন।
এসময় ডালিয়া লিয়াকত বলেন,চর এলাকার মানুষ অবহেলিত তাদের ভাগ্য উন্নয়নের জন্য জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থা কাজ করছে সত্যিই প্রশংসার যোগ্য,আমি বলবো প্রজ্ঞার ইউকে যাতে সোনারগাঁয়ের চরাঞ্চলের জনগোষ্ঠীর জন্য এ কাজ অব্যাহত রাখেন।
এসময় আরও উপস্থিতি ছিলেন সংস্থার চেয়ারম্যান নেকবর হোসেন নাহিদ, সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা আক্তার, প্রজ্ঞার ইউকে বাংলাদেশের
প্রোগ্রাম অফিসার গোলাম মোরশেদ,সোনারগাঁ পৌরসভার প্যানেল মেয়র জাহেদা আকতার মনি প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন