সাত খুন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি দুর্ধর্ষ নূর হোসেন চাঁদাবাজি মামলায় খালাস
আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি দুর্ধর্ষ নূর হোসেনকে চাঁদাবাজির একটি মামলায় খালাস দিয়েছেন আদালত৷ এই মামলায় তার ভাই-ভাতিজারাও খালাস পেয়েছেন৷
বৃহস্পতিবার(১২ মে) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন মামলার ৮ আসামিকেই খালাস দিয়ে রায় ঘোষণা করেন৷
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলি (এপিপি) জাসমীন আহমেদ৷ তিনি জানান, ২০১৪ সালে করা চাঁদাবাজির অভিযোগে এই মামলার আসামি ছিলেন সাত খুন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন, তার ভাই-ভাতিজাসহ আট জন৷ আদালত রায়ে সকল আসামিকেই খালাস দিয়েছেন৷
এপিপি আরও জানান,একই দিনে নূর হোসেনের বিরুদ্ধে করা আরও তিনটি মামলার কার্যক্রম সম্পন্ন হয়েছে৷ একটি মাদক মামলায় যুক্তিতর্ক হয়েছে৷ অন্য দু’টি মামলার সাক্ষীরা উপস্থিত না হওয়াতে পরবর্তী তারিখ দিয়েছেন আদালত৷
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা আদালতে আনা হয়৷ আদালতের কার্যক্রম শেষে পুনরায় পুলিশি নিরাপত্তায় তাকে কাশিমপুরের উদ্দেশ্যে নেওয়া হয়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন