জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে কম খরচে বন্যা সুরক্ষা ব্যবস্থা স্থাপন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ১৫ মে, ২০২২

জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে কম খরচে বন্যা সুরক্ষা ব্যবস্থা স্থাপন


জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে কম খরচে বন্যা সুরক্ষা ব্যবস্থা স্থাপন


সোনারগাঁ প্রতিনিধিঃ- জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার বাস্তয়নে নুনেরটেক চর এলাকায়  প্রজ্ঞার অর্থায়নে কম খরচে বন্যা সুরক্ষা ব্যবস্থা স্থাপন ৫টি বাড়ির কাজ শুরু করা হয়েছে আগামী ১৭ ই মে কাজ গুলো সম্পুর্ণ হবে।

সবুজ বাগ,রগুনারচর, গুচ্ছগ্রাম কিছু জায়গা যদি গাইড ওয়াল না করা হয় তাহলে অচিরেই গ্রাম গুলো নদীতে বিলীন হয়ে যাবে, এলাকার মোঃ ইব্রাহিম বলেন সরকারের কাছে আমাদের জোর দাবী গাইড ওয়াল যদি নাও দেয় আমাদের জায়গা গুলো বালুর বস্থা দিয়ে বাঁধ তৈর করে দেয়া হোক এটা আমাদের দাবী। 


এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ওসমান মেম্বার বলেন জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে যে কাজ গুলো করা হচ্ছে সেটা এলাকার মানুষের অনেক উপকার হচ্ছে রগুনারচর, সবুজ বাগ এবং গুচ্ছ গ্রামে ২০ থেকে ২৫টি পরিবারকে প্রঞ্জা ইউকে এই সাপোর্ট দেয় আমি জোর দাবী জানাচ্ছি। 


সুরক্ষা বাধ তৈরীতে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা আক্তার, বারদী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি প্রঞ্জা ইউকে বাংলাদেশের প্রোগ্রাম অফিসার গোলাম মোরশেদ, মোঃ মনির হোসেন, এলাকার গন্যমান্য বক্তিবর্গ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭