সোনারগাঁ প্রতিনিধিঃ- আগামী ১৫ই জুন ৮ম ধাপে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন নৌকার মনোনীত প্রার্থী শাহ মোঃ সোহাগ রনি।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমানের কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা দিপক কুমার বনিক,এএইচএম মাসুদ দুলাল,চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনির পিতা আওয়ামীলীগ নেতা শাহ জামাল তোতা মেম্বার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ,উপজেলা শ্রমিকলীগের সভাপতি রোবায়েত হোসেন শান্ত,সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ও দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য আগামী ১৫ই জুন ইভিএমের মাধ্যমে মোগড়াপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে মনোনয়ন পত্র জমার শেষ দিনে চেয়ারম্যান পদে ৫জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন