সোনারগাঁয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি দ্বীল মোহাম্মদের জাপায় যোগদান
আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য,জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব,প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার উন্নয়নমুখী আদর্শে অনুপ্রাণিত হয়ে মঙ্গলবার সন্ধা ৬টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার ও ৯নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি দ্বীল মোহাম্মদ অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে এমপি খোকার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন এলাকায় সাংসদ খোকার রাজনৈতিক কার্যালয়ে শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় সভা শেষে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় সাংসদ খোকা জাপায় যোগদানকারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,জাতীয় সেচ্ছাসেবক পার্টির সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু,নাঃগঞ্জ জেলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, জাতীয় পার্টি নেতা মুক্তার হোসেন,শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মনির হোসেন তোতা,সাবেদ আলী মেম্বার, ইকবাল মেম্বার,এজাজ মেম্বার,কবির মেম্বার, সাজেদ আলী মেম্বার,শারমিন মেম্বার, আনোয়ার চৌধুরী,আবু সিদ্দিক মাস্টার,মোশাররফ হোসেনসহ শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন