টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে আনোয়ার হোসেনের শ্রদ্ধা
আজকের সংবাদ ডেক্সঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন।
এ সময় মহানগর আওয়ামীলীগ ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার (৬ মে) দুপুর ৩টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু'র সমাধিসৌধে তারা শ্রদ্ধা জানান।
এর আগে সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নাম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সুলতানা রাজিয়া আনোয়ার,মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী,ওসমান গণি,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ,কোষাধ্যক্ষ কামাল দেওয়ান, সহ দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আইয়ূব আলী, ত্রাণ ও পূণবার্সন বিষয়ক সম্পাদক আতাউর রহমান,অ্যাডভোকেট মুজাহেদ হোসেন পলু, কার্যকরী সদস্য ও কাউন্সিলর মনিরুজ্জামান মনির, সাখাওয়াত হোসেন সুমন,সুমি,শামীম খা, শাহজামাল খোকন,উত্তম কুমার সাহা,রমজান, আমির হোসেন,১৫নং আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন জনি,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হাসান সজীব, অ্যাডভোকেট সিরাজুল মামুন, জেলা আওয়ামীলীগের সদস্য শামসুজ্জামান ভাষানী,জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,সিরাজুল ইসলাম, মাহবুবে এ রোমান,হাজী আলাউদ্দিন প্রমুখ।
উল্লেখ্য ১৭ এপ্রিল সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান হন আনোয়ার হোসেন। এর কিছু দিন পর ২৭ এপ্রিল সরকারের প্রজ্ঞাপন জারি মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান তিনি।
১২ মে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নেয়া আগে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নাম্বরে ও টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে শ্রদ্ধা জানালেন আনোয়ার হোসেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন