সোনারগাঁয়ে ঈদগাঁহের মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা
আজকের সংবাদ ডেক্সঃ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের বরগাঁও নবাগত ঈদগাহে ঈদের নামাজের প্রধান জামাত শুরু হয়।
এসময় নবাগত ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
ঈদ জামাতের পর এমপি লিয়াকত হোসেন খোকা, বলেন, “এ দেশ শান্তি সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ সম্প্রীতি নিয়ে বসবাস করে।
করোনাভাইরাস মহামারীর দুঃসহ স্মৃতি পেরিয়ে এবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এসেছে চেনারূপে,আনন্দের উপলক্ষ হয়ে।
মহামারীতে রঙ হারানো এই উৎসবে গত দুই বছর জাতীয় ঈদগাহে জামাত হয়নি। মসজিদে ঈদ জামাত হলেও বিধি-নিষেধের বেড়াজালে কোলাকুলির মতো চেনা দৃশ্যও স্বাস্থ্যবিধির তোড়ে গিয়েছিল হারিয়ে।
পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো নবাগত ঈদগাহ ময়দানে ঈদের নামাজের প্রধান জামাত।
করোনাভাইরাস মহামারিতে দুই বছর বন্ধ থাকার পর এবার উদযাপনের উৎসব হয়ে ফিরল ঈদুল ফিতর অনুষ্ঠিত হলো ঈদের প্রধান জামাতও।
নামাজ শেষে কোলাকুলিতে ব্যস্ত হয়ে ওঠেন মুসল্লিরা। একে অপরের সঙ্গে মেলাতে থাকেন হাত। এর আগে থেকেই দলে দলে সেখানে ভিড় করতে থাকেন মানুষ।
সাংসদ লিয়াকত হোসেন খোকা,রাজনৈতিক ব্যক্তি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নবাগত ঈদগাহে ঈদ জামাতে অংশ নেন।
ঈদ জামাত শেষে এমপি খোকা সকলের সাথে কোলাকুলি করে কুশলবিনিময় ও শিশুদের মাঝে ঈদের সালামি প্রদান করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন