বন্দরের ছনখোলায় শিক্ষার্থী গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দিচ্ছে ইউসুফ গং
বন্দর প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ বন্দর মীরকুন্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীদের চলাচলের পথ বন্ধ করে স্থাপনা নির্মাণ করছে ছনখোলা এলাকার হাফিজ ও ইউসুফ গং। গতকাল বুধবার সকালে স্থাপনা নির্মাণ কাজে গ্রামবাসী বাধা দিলেও তারা তা কর্ণপাত করেনি। জানা গেছে, বন্দরের ছনখোলা এলাকার হাফিজ ও ইউসুফ উভয়ে জনসাধারণের চলাচলের রাস্তা না রেখেইে ইমারত নির্মাণ করছে। এ গ্রামের প্রায় ৩০/৩৫টি পরিবারসহ শিক্ষার্থীরা এ পথ দিয়ে চলাচল করে। গ্রামবাসী তাদের রাস্তা রেখে স্থাপনা নির্মাণ ও প্রয়োজনে রাস্তার জন্য মূল্য দিতে রাজি হন গ্রামবাসী।
গ্রামবাসীর কথা না মেনে তারা স্থাপনা নির্মাণ করছে। এ ব্যপারে ইউসুফ মিয়া বলেন, হাফিজ মিয়া তার ইমারত নির্মাণ করার সময় পাশে জায়গা রাখেনি। আমি কেন রাখব। আমি রাস্তার জন্য জায়গা বিক্রি করব না।
এ ব্যপারে স্থানীয় ইউপি মেম্বার জজ মিয়া জানান, আমি এখান দিয়ে রাস্তা করার জন্য ইউনিয়ন পরিষদে স্কিম দিয়েছি এবং হাফিজ ও ইউসুফ মিয়াদের জানিয়েছি তারা তা কর্ণপাত করেনি।
এ বিষয়ে গ্রামের রিয়াজুল হাসান, মামুন, আনোয়ার, শুক্কুর আলী, কাজল মোল্লা, রুনা বেগম, মিতু বেগম, পারুল বেগম, মুক্তা বেগম, সানোয়ার হোসেন ও সীমা আক্তার সকলে রাস্তা দাবি করে বলেন প্রয়োজনে আমরা রাস্তার দাম দিব আমাদের চলাচলের রাস্তা দিতে হবে।
স্কুলের শিক্ষার্থীরা জানান, এ রাস্তাটি না হলে আমাদের স্কুলে যাতায়াত বন্ধ হয়ে যাবে। তাই রাস্তাটি জরুরী।
এ ব্যপারে মীরকুন্ডি স্কুলের শিক্ষকরা জানান, আমরা শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি। প্রশাসন যেন যাতায়াতের রাস্তার ব্যবস্থা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন