ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন
আজকের সংবাদ ডেস্কঃ দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মিথ্যা মানহানি মামলা দায়েরের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে সারাদেশের ন্যায় সোনারগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায় এই মানববন্ধনের আয়োজন করেন সোনারগাঁও রিপোর্টার্স। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আব্দুস ছাত্তার প্রধান,দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি কামরুজ্জামান রানা,বর্তমান কথার প্রতিনিধি এসএম মনির হোসেন,ঢাকা টাইমস এর প্রতিনিধি ইমরান হোসেন,চ্যানেল এস এর প্রতিনিধি হাবিবুর রহমান,আজকালের খবরের প্রতিনিধি আকাশ,মুক্ত খবরের প্রতিনিধি শাহিন সাকি সকালের খবরের প্রতিনিধি হাসান মিয়া,দৈনিক ইয়াদের প্রতিনিধি আরাফাত হোসেন সিফাত,সংবাদ মোহনার প্রতিনিধি সুমন হাসান,ভোরের দর্পণের প্রতিনিধি লতিফুর রহমান দিপু,স্বদেশ প্রতিদিনের পারভেজ আহম্মেদ প্রমূখ।
উল্লেখ্য,মাদকবিরোধী অভিযানের আগে ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীর্ষ মাদক কারবারি ও এর পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করা হয়। এই তালিকায় কুমিল্লা সিটি নির্বাচনের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের নাম রয়েছে। এই তথ্যের ভিত্তিতে গত ১৫ মে ভোরের কাগজে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত এর পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করেন নৌকার মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন